নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা কোনো কর্মকাণ্ডে জড়াবে না বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ সোমবার সেনা সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে করিডোর সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘করিডোর ও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে সেনাবাহিনী কোনো আপোস করবে না। ৫ আগস্টের পর থেকে দেশের স্বার্থে সেনাবাহিনী সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।‘
মবের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, ‘যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মব তৈরি করতে চায়, সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
চট্টগ্রামের একটি কারখানায় কেএনএফের পোশাক উদ্ধার সংক্রান্ত বিষয়ে লে. কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনা উদ্বেগজনক, এবং সেনাবাহিনী বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’