1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করলো সরকার | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়,নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ — তারেক জিয়া আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় – ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না: বিমানবাহিনীর প্রধান সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ — সমাজকল্যাণ উপদেষ্টা “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ” জনগণের চাপ থাকলেই সরকারের কাজ বৃদ্ধি পায় কার্যকর হয় : পরিবেশ উপদেষ্টা শিবির ছাত্ররাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে — উমেমা ফাতেমা সরকারি যাকাত তহবিল দারিদ্র্যবিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে — ধর্ম উপদেষ্টা পাবনা জেলা শাখার মুখপাত্র জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে(২০) দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন — প্রেস সচিব সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী এভাবেই ফিরে আসতে পারতো — সারজিস

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করলো সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১ হাজার ৩৫০ টাকা। এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আকার হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি তিন মাসের জন্য শিথিল করা হবে। কোরবানির ঈদের ১০ দিন ঢাকাতে চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ উপযোগী করার জন্যই সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

উপদেষ্টা বলেন, দুইটা তথ্যচিত্র তৈরি করা হয়েছে, যেটা সারা দেশেই প্রদর্শন করা হবে। তথ্যচিত্রে কিভাবে চামড়া সংরক্ষণ ও প্রসেস করতে হয় সেটা জানানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করেছে।

শেখ বশিরউদ্দীন বলেন, যেহেতু বিনামূল্যে লবণ দিচ্ছি, প্রশিক্ষণ দিয়েছি এবং চামড়ায় লবণ লাগাতে যে শ্রম ব্যয় হয় সে সব কিছু বিবেচনায় নিয়েই এবার চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা যৌক্তিক।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71