1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দিল্লি নয়, পিন্ডি নয়,নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ — তারেক জিয়া আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় – ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না: বিমানবাহিনীর প্রধান সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ — সমাজকল্যাণ উপদেষ্টা “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ” জনগণের চাপ থাকলেই সরকারের কাজ বৃদ্ধি পায় কার্যকর হয় : পরিবেশ উপদেষ্টা শিবির ছাত্ররাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে — উমেমা ফাতেমা সরকারি যাকাত তহবিল দারিদ্র্যবিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে — ধর্ম উপদেষ্টা পাবনা জেলা শাখার মুখপাত্র জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে(২০) দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন — প্রেস সচিব সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী এভাবেই ফিরে আসতে পারতো — সারজিস

অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

অনলাইন জুয়ার সাথে জড়িত এক হাজার একশ’র অধিক এজেন্ট শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। যে সকল মোবাইল ফাইন্যান্সিং এজেন্ট, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এধরনের কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

সাইবার স্পেসে জনস্বার্থ রক্ষায় নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশের ২০ ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সাথে জড়িত সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে । এই আইন অনুসারে সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোন পোর্টাল বা অ্যাপস, ডিভাইস তৈরি বা পরিচালনা করা, জুয়া খেলা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপনের সাথে জড়িত থাকাকে আইনত দণ্ডণীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ অধ্যাদেশের ২১ এবং ২২ ধারা অনুযায়ী জুয়া খেলার জন্য কোন অর্থনৈতিক লেনদেন, জুয়া খেলা বিষয়ে কোন প্রতারণা বা জালিয়াতি করাকেও নিষিদ্ধ করা হয়েছে।

এই আইন প্রণয়নের পূর্বে যারা জুয়া খেলার সাথে বা জুয়া খেলার বিজ্ঞাপনের সাথে স্বেচ্ছায় জড়িত ছিলেন তাদেরকে অবিলম্বে এই কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। জুয়ার কারণে যারা প্রতারণার শিকার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আইনের ৩০ ধারা অনুযায়ী অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে মামলা করা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ সরকার দেশের জনগণকে সাইবার স্পেসে জুয়া খেলা এবং জুয়া খেলা সংক্রান্ত যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার এবং এই অপরাধের সাথে যুক্ত ব্যক্তি বা কোম্পানির ব্যাপারে তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদানের অনুরোধ করেছে। কোন ব্যক্তি উল্লিখিত অপরাধ করলে অনধিক ২(দুই) বছরের কারাদণ্ডে বা অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সাইবারস্পেসে জুয়া খেলা, ফাইনানশিয়াল স্ক্যাম, জুয়ার লেনদেনের (ক্রিপ্টোকারেন্সিসহ) সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বিভিন্ন ব্যক্তি, সেলিব্রেটি, পেশাজীবী, অপারেটর, মোবাইল ফাইনানশিয়াল সিস্টেম, এমএফএস এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অনলাইন জুয়ায় জড়িত বিভিন্ন পেশাজীবী, বিজ্ঞাপন দাতা কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপন গ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।   

অনলাইন জুয়ার সাথে জড়িত মোবাইল ব্যাংকিং, রেগুলার ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, ক্রিপ্টো ব্রোকার এবং হুন্ডির অ্যাকাউন্ট সম্পর্কে দ্রুত জানাতে যোগাযোগ করুন-notify@ncsa.gov.bd ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71