নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, নতুন একটি রাজনৈতিক দলের সদস্যদের সরকারি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তি সরকারের নিরপেক্ষতা ও নির্দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘কোনো কোন মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়নই যেন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।’
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে তিনি ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেন।
চট্টগ্রাম বন্দর ইস্যুতে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, অন্তর্বর্তী সরকারের নয়।’