1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দিবে সরকার - বাণিজ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএএল, নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে — আসিফ মাহমুদ পদত্যাগের গুঞ্জন শুনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম অবিলম্বে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির আগের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ : উপদেষ্টা মাহফুজ কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দিবে সরকার – বাণিজ্য উপদেষ্টা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে : ইশরাক টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত — সেনাপ্রধান ধানমন্ডি থানার সেই ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার বিএনপিপন্থি তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো : নাসিরউদ্দীন

কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দিবে সরকার – বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা ও কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির আহ্বায়ক শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়ার মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকার সংরক্ষণে সহায়তা দেবে। কোরবানির চামড়ার ওপর এতিমের হক রয়েছে। এর সঠিক মূল্য নিশ্চিত করতে আমরা উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক করেছি। তিনি বলেন, মাদ্রাসা ও এতিম খানায় ৩০ হাজার টন লবণ দেবে সরকার। প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত চামড়ার ন্যায্য দাম না পাবে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করবে।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মাদ্রাসা ও এতিমখানায় ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করব। জনসচেতনতা সৃষ্টির জন্য সেগুলো ব্যাপকভাবে প্রচার করা হবে। তিনি বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনে সরাসরি কাঁচা চামড়া রপ্তানি করবে সরকার। এসময় স্থানীয় পর্যায়ে উপযুক্ত দাম পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সুষ্ঠু বাজার, পরিবহন ও দামে সঠিক বাস্তবায়ন হবে এবার। প্রাণীর প্রতি যেন কোনো নৃশংসতা না হয় এবং কোনো ধরনের ক্ষতিকারক ওষুধ ব্যবহার করে প্রাণিকে মোটাতাজা না করা হয় সে বিষয়ে আমরা কাজ করছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, পরিবহণ কেন্দ্রিক চাঁদাবাজি কমিয়ে আনতে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করবে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা জনগণকে সার্বিক সহায়তায় সচেষ্ট থাকবে। কেন্দ্রীয় সেল গঠন করা হবে এবং জনগণ হটলাইন নাম্বার ও ৯৯৯ এ ফোন করেও অভিযোগ জানালে পুলিশ ও সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এসময় তিনি ৯৯৯ ও হটলাইন নাম্বারে ফোন করার সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক এবং বাণিজ্য সচিবকে সদস্য সচিব করে গতকাল ১৭ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শিল্প সচিব, এনজিও প্রতিনিধি এবং ধর্মীয় বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি (সরকার মনোনীত)।

কমিটির দায়িত্ব হলো সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিতকরণ, চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ, চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; কোরবানির হাট, পশু পরিবহন এবং পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী, সাভার-সহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71