আলী আহসান রবি:-
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার জন্য ‘ভারতের ইন্ধন’ রয়েছে—বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, আর অন্য দেশের ওপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস তিনি আরও বলেন, ঢাকার উচিত আত্মসমালোচনা করা এবং পাহাড়ি এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের হামলা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে,এ ঘটনায় বিক্ষোভ- সহিংসতাকে কেন্দ্র করে গত রোববার খাগড়াছড়িতে গুলিতে তিনজন নিহত হন, ১৩ সেনাসদস্য, ৩ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ২০ জন।
সহিংসতার ঘটনার পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে বলে সেই সময় মন্তব্য করেন তিনি।