1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকার অবশ্যই জনগণের কথা শুনতে হবে এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের সুযোগ নেই — তারেক জিয়া কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করলো সরকার ঢাকা মহানগরের তেজকুনিপাড়া এলাকায় অভিযানে বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার অযথা বিএনপির মতো বড় দলকে ভিলেন বানিয়ে লাভ নেই — নুর “চামড়া শিল্পের কৌশল নির্ধারণ: এলডিসি পরবর্তী টেকসই রপ্তানি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত –শিল্প উপদেষ্টা দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত সেখানে ‘নো’: জামায়াত আমির গাজীপুরের গাছা খাল এবং লবণদহ নদী দখল ও দূষণমুক্তকরণের কাজ শিগগিরই শুরু করা হবে — পানি সম্পদ উপদেষ্টা এনবিআরে নিরাপত্তা জোরদারে পুলিশ-বিজিবি মোতায়েন দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ — উপদেষ্টা পরিষদ হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষমা চাইতে সারজিসকে লিগ্যাল নোটিশ

ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক যিনি চিকিৎসা শাস্ত্র ও অধ্যাপনার জন্য বিশেষ খ্যাতিমান ছিলেন।

উপদেষ্টা আজ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আলোকময় পথ দেখিয়েছিলেন বলে তিনি আজও আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনন্য দ্রষ্টা। তাঁর অবদান অপরিসীম। এমনই একজন প্রতিভাধর, মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব কিংবদন্তি ডা.নুরুল ইসলাম উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে ইউএসটিসি স্থাপন করেছেন।

উপদেষ্টা বলেন, ডা. নুরুল ইসলাম তাঁর জীবদ্দশায় বেশ কয়েকটি সমাজসেবামূলক সংস্থার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য উন্নয়ন ও সমাজকল্যাণের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে ইসলামিক চিকিৎসা মিশন, জনসেবা ফাউন্ডেশন, আধুনিক, জাতীয় যক্ষ্ণা সমিতি, ইউএসটিসি অন্যতম।

The Unparalleled Legacy of National Professor Dr. Nurul Islam: Pioneering Contributions of Education, Research, Medicine And Service Human Welfare’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় তার অবদানের ওপর আলোকপাত করা হয়।

ইউএসটিসি এর উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর এম এ মহি উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস) এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. রমা বড়ুয়া। উক্ত সেমিনারে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএসের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. বদিউল আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71