সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখচাষ বৃদ্ধি, আখের ডগা কঁাটা প্রতিরোধ, আখের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আখচাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চিনিকলের মিলস্ গেট সাবজোন অফিস প্রাঙ্গণে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন বিশিষ্ট আখচাষী ও কল্যাণ সংস্থার নেতা মতিয়ার রহমান সরদার। মতিবিনময় সভায় বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু,চিনিকলের ব্যবস্থাপক(সিপি) মো. ইমরুল হাসান,ব্যবস্থাপক(বীঃপঃপ) কানিজ ফাতেমা রোকসানা,মিলসগেটস্ সাবজোনের সহঃব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, মেহেদী হাসান, বিশিষ্ট আখচাষী মো. কামরুজ্জামান দাউদ,মো. জাহাঙ্গীর শেখ,সেকেন্দার শেখ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে আখচাষ বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় আখের দাম আরও বৃদ্ধি করতে হবে। চিনিকলগুলোকে চিনি উৎপাদনের পাশাপাশি অন্য কিছু উৎপাদন করতে হবে।
উল্লেখ্য, আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে পর্যায়ক্রমে মিলসগেট সাবজোনের সকল ইউনিটে আখচাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।