1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রম সংস্কারে কার্যকর সামাজিক সংলাপের ওপর উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরুরী শারমীন এস মুরশিদ। ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি — পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু —- অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস গবাদিপশুর তালিকায় মহিষকে যথাযথভাবে স্থান দেওয়া হয়নি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের নিজস্ব আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রম সংস্কারে কার্যকর সামাজিক সংলাপের ওপর উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রম সংস্কারে কার্যকর সামাজিক সংলাপের ওপর উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আলী আহসান রবি :-

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রম সংস্কারের চালিকাশক্তি হিসেবে কার্যকর সামাজিক সংলাপের গুরুত্ব তুলে ধরে আজ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সরকারের পাশাপাশি শ্রমিক ও নিয়োগকর্তা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গত এক বছরে আমরা লক্ষ্য করেছি যে গঠনমূলক, ইতিবাচক ও সক্রিয় ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে শ্রম সেক্টরের যেকোনো বিরোধের সমাধান সম্ভব হয়েছে। আমরা শ্রম অসন্তোষ নিরসনের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংশোধনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে একাধিকবার শ্রমিক, মালিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে সামাজিক সংলাপ আয়োজন করেছি। শ্রমিক ও মালিক প্রতিনিধিদের প্রস্তাব এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা করে আইন সংশোধনের করা হচ্ছে।

শ্রম উপদেষ্টা বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে পরামর্শের পর মন্ত্রিসভা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ সনদ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে— কনভেনশন ১৫৫ (পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য), কনভেনশন ১৮৭ (প্রচারমূলক কাঠামো), এবং কনভেনশন ১৯০ (সহিংসতা ও হয়রানি প্রতিরোধ)। উপদেষ্টা গুরুত্বারোপ করে বলেন, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যা নিশ্চিত করবে যে শ্রম খাতের সকল সামাজিক অংশীদার আন্তর্জাতিক শ্রম মান (International Labour Standards) যথাযথভাবে অনুসরণ করবে।

শ্রমিকদের কল্যাণে মালিকদের দায়িত্বের বিষয়ে উপদেষ্টা বলেন, “শ্রমিকদের বেতন-মজুরি প্রদান মালিকদের দায়িত্ব, সরকারের নয়। প্রয়োজনে মালিকদের নিজ সম্পত্তি বিক্রি করে হলেও শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে। যারা তা করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে— পাসপোর্ট বাতিল থেকে শুরু করে মানি লন্ডারিং মামলাও করা হবে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, এই ত্রিপক্ষীয় সম্মেলন আমাদের যৌথ বিশ্বাসের প্রতিফলন।সরকার, নিয়োগকর্তা কিংবা শ্রমিক— কোনো একক পক্ষ একা টেকসই সংস্কার অর্জন করতে পারে না। সহযোগিতা, আস্থা ও সামাজিক সংলাপই আমাদের পথনির্দেশক।

বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স তুয়িনোন (Max Tuñon) বলেন, “শক্তিশালী সামাজিক সংলাপের প্রক্রিয়া ও চর্চা— ত্রিপক্ষীয় ও দ্বিপক্ষীয় উভয় ক্ষেত্রেই— মর্যাদাপূর্ণ কাজ (Decent Work) ও টেকসই উদ্যোগ এগিয়ে নেওয়ার অন্যতম হাতিয়ার। সামাজিক সংলাপ শুধু একটি উপকরণ নয়, এটি একটি সংস্কৃতি— যা টিকিয়ে রাখতে প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর আইন কাঠামো ও অন্তর্ভুক্তিমূলক প্রতিশ্রুতির।”

সম্মেলনে সামাজিক সংলাপের মাধ্যমে টেকসই শ্রম সংস্কার, অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রম আইন সংশোধন এবং ডিসেন্ট ওয়ার্ক বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উচ্চপর্যায়ের এ সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়নের টিম ইউরোপ ইনিশিয়েটিভ, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন এবং কানাডা।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, NCCWE ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)-এর সভাপতি, শ্রম সংস্কার কমিশনের প্রধান, শ্রমিক-মালিক প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71