মফিজুর রহমান মুবিন:-
ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মধুখালী থানাধীন পশ্চিম গাড়াখোলা এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে পশ্চিম গাড়াখোলা গ্রামের মোঃ ফয়সাল শেখের ছেলে মোঃ আকাশ শেখ (২৩) এর কাছ থেকে ৮ (আট) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়।
অন্যদিকে, চর মহিষাপুর গ্রামের পরিতোষ দাসের স্ত্রী অসীমা দাস (৫০) কে মধুখালী মরিচ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, “আটককৃতদের মধ্যে আকাশ শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং অসীমা দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
রবিবার দুপুরে আকাশ শেখকে জেলহাজতে এবং অসীমা দাসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।