1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।’-- ইশরাক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি — নাহিদ তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি — যুব ও ক্রীড়া উপদেষ্টা ৩ বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় তিনজনের মুক্তি কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয় – তথ্য ও সম্প্রচার সচিব সাহসিকতার স্বীকৃতি পেলেন চাকা খুলে যাওয়া বিমানের পাইলটরা নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালেই ব্যবস্থা নেওয়া হবে — স্বরাষ্ট্র উপদেষ্টা ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি টিভি টকশোতে নুর ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।’– ইশরাক সরকার সকলের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেষ্ট — খাদ্য উপদেষ্টা

‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।’– ইশরাক

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নিরপেক্ষতা বজায় না রেখে সরকারের একটি অংশ ‘একটি দলের প্রতিনিধির’ কাজ করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ সোমবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। এমন সময়ে ইশরাক এই দাবি জানালেন, যখন তাঁকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ছয়দিন ধরে আন্দোলন চলছে।

বিএনপি নেতা ইশরাক ফেসবুক পোস্টে লেখেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।’

মেয়র ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করে ইশরাক লেখেন, ‘অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা-মাতা তুলে গালি-গালাজও চুপ করে সহ‍্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল।’

ইশরাক লেখেন, ‘কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে।’

বিএনপির এই নেতা আরও লেখেন, ‘হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে, জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71