টাইমসনিউজ ডেস্ক:-
তারেক রহমান বলেন “সবার আগে বাংলাদেশ” আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব এই নিতিতেই আমি চলবো। বিবিসি বাংলার দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ভারত প্রসঙ্গে প্রশ্ন করলে তারেক রহমান বলেন “সবার আগে বাংলাদেশ”। আমি আমার পানির হিস্যা চাই, ফ্যালানির মত আর কাউকে দেখতে চাই না। ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন পানির হিস্যা চাই অর্থাৎ বাংলাদেশের সব ন্যায্য অধিকার বিবেচনা করেই দেশ চালাতে চাই বাংলাদেশের অধিকার ক্ষুন্ন করে বা বাংলাদেশ অধিকার কে বঞ্চিত করার কোন কাজ আমি করবো না। আর ফেলানের বিষয়ে বলেন অর্থাৎ হল বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে অনৈতিক হত্যা এবং ভারতের অনেজ্য কার্যকলাপে কখনোই প্রশ্রয় দেয়া হবে না এবং এটাকে বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ করার কথা তিনি বলেন।
দেশ চালাতে আন্তর্জাতিক বিষয়ে তারেক রহমানের মতামত জানতে চাইলে তিনি বলেন সবার আগে বাংলাদেশ। কথা একটাই দেশের স্বার্থ বিবেচনা করে সব কাজ হবে, সবার আগে দেশ জনগণের মতামতকে প্রাধান্য দেয়া হবে।
ভারত সরকার স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় ও প্রস্রয় দিচ্ছে প্রসঙ্গে প্রশ্ন করলে তারেক রহমান বলেন, এটি ভারত সরকারের বিষয়, ভারত সরকার যদি তাকে প্রশ্রয় দেয় সে ক্ষেত্রে বাংলার জনগণ যা চাইবে আমি তাই করব আমি বাংলার জনগণ এবং মানুষের পক্ষে ।