1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৪৩তম বিসিএসে ১৮৯৬ জনকে সুপারিশ করে প্রজ্ঞাপন জারি | টাইমস নিউজ ৭১
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে – যুব ও ক্রীড়া উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক মধুখালীতে তিন মাদক কারবারি গাঁজা সহ আটক দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে — আইন উপদেষ্টা খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে — ক্রীড়া উপদেষ্টা ৭১ যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের মাফ নাই : উপদেষ্টা মাহফুজ আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা — উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা ‘অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে’- গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সচিবালয় ও যমুনার সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

৪৩তম বিসিএসে ১৮৯৬ জনকে সুপারিশ করে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৪৩তম বি.সি.এস, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে ২১৬৩ (দুই হাজার একশত তেষট্টি) জন প্রার্থীকে মনোনীত করে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে সুপারিশ প্রেরণ করে।

BCS Recruitment Rules, 1981 এর Rule-4 এর বিধান মোতাবেক বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রার্থীগণের প্রাক-চরিত্র যাচাই-বাছাইঅন্তে সুপারিশকৃত ২১৬৩ (দুই হাজার একশত তেষট্রি) জন প্রার্থীর মধ্য হতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ (উনষাট) জন মোট (৪০+৫৯) =৯৯ (নিরানবাই) জন বাদ দিয়ে অবশিষ্ট ২১৬৩-৯৯-২০৬৪ (দুই হাজার চৌষট্টি) জন প্রার্থীর অনুকূলে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। তৎপ্রেক্ষিতে সকল সমালোচনার উর্ধ্বে থেকে Clean image এর প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করার নিমিত্ত ৪৩তম বিসিএস এর সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে প্রাক-চরিত্র পুনরায় অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

এনএসআই এবং ডিজিএফআই হতে ২১৬৩ জন প্রার্থীর উপযুক্ততা/অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী ২২৭ (দুইশত সাতাশ) জন প্রার্থীর প্রাক-চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য (আপত্তি/অসুপারিশকৃত) পাওয়া যায়। ২২৭ জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাঁদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়।

বর্ণিতাবস্থায়, সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্য হতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ (দুইশত সাতাশ) জন মোট (৪০+২২৭) ২৬৭ (দুইশত সাতষট্টি) জন বাদ দিয়ে অবশিষ্ট (২১৬৩-২৬৭) ১৮৯৬ (এক হাজার আটশত ছিয়ানব্বই) জন প্রার্থীর অনুকূলে ৩০/১২/২০২৪ তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

মোট সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ২১৬৩ জন।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত
২২৭ জন।

স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন।

প্রজ্ঞাপন জারিকৃত মোট প্রার্থীর সংখ্যা ১৮৯৬ জন।

উল্লেখ্য, ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যেকেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71