1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৭ দিনেই শাকিবের ‘বরবাদ’র টিকিট বিক্রি ২৭ কোটি ছাড়াল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২১ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি — নাহিদ তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি — যুব ও ক্রীড়া উপদেষ্টা ৩ বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় তিনজনের মুক্তি কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয় – তথ্য ও সম্প্রচার সচিব সাহসিকতার স্বীকৃতি পেলেন চাকা খুলে যাওয়া বিমানের পাইলটরা নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালেই ব্যবস্থা নেওয়া হবে — স্বরাষ্ট্র উপদেষ্টা ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি টিভি টকশোতে নুর ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।’– ইশরাক সরকার সকলের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেষ্ট — খাদ্য উপদেষ্টা

৭ দিনেই শাকিবের ‘বরবাদ’র টিকিট বিক্রি ২৭ কোটি ছাড়াল

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‌‘বরবাদ’-এর। এরইমধ্যে সাতদিনে ছবিটি সারাদেশে কত টাকার টিকিট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে—সেই তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনে অর্থাৎ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে, তারা বরবাদ-এর মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ‘প্রিয়তমা’ একমাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাতদিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদুল ফিতরে মুক্তির পর ৯ম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই ছবি। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে।

রিয়েল এনার্জি প্রডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে ২৭ কোটি ৪০ লাখ টাকার বেশি টিকিট বিক্রির তথ্য জানিয়ে লেখে, ‘বরবাদ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।’

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ। এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। অন্যান্য ভূমিকায় আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71