মফিজুর রহমান মুবিন মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুর হারানো গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরের মধুখালীতে শুরু হয়েছে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট। শনিবার (১৭ মে) বিকেল ৩টায় মধুখালী পৌরসভার আলমপুর সাতানী মাঠে গোন্দারদিয়া ও আলমপুর যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ খন্দকার নাসিরুল ইসলাম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, পান্না গ্রুপের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খান।
আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া জাতীয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।