1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আবার ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরুরী শারমীন এস মুরশিদ। ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি — পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু —- অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস গবাদিপশুর তালিকায় মহিষকে যথাযথভাবে স্থান দেওয়া হয়নি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের নিজস্ব আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রম সংস্কারে কার্যকর সামাজিক সংলাপের ওপর উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত

আবার ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

এটি সিটিসেল হেড অফিস। জনশুন্য অফিসের কয়েকটা কিছু ফাঁকা টেবিল চেয়ার আর কাগজপত্র ছাড়া দেখতে দেখতে দেখতে পড়লো না। ব্যক্তিগত ২৫ পয়সা মিনিট, সিটিসেল সিটিল টুসেল ফ্রি কথা বলা সহ বিভিন্ন সময়ে সিটিসেল গ্রাহকের মনে মনে মনে করে এক জিসাস স্থানীয় মোবাইল অপপারেটর সিটিসেল।

কিন্তু ২০১৬ সালে তৎকালীন শান্তি রোষানলে সিটিতে বাতিল করা হয়। সিটি কর্পোরেশন প্যাসিফিকেস বাংলাদেশ টেলিট্যাল লিমি (মূলবিটিড) এর পিএলসি সদস্য ছিলেন বলছিলেন সংসদ সদস্য এলবির পররাষ্ট্রমন্ত্রী মো. সাম্প্রতিক স্পেকট্রাম এবং পথ ফেরাতে বিটিআরসিতে আবেদন করেছে সিটিসেল।

সিটিসেল বন্ধের সময় বিটিআরসির এক ঘোষণায় দেখা যায়, সিটিসেলের কাছে পাপ পানা উল্লেখ ৪৭৭ কোটি টাকা। পরে ২৪৪ কোটি টাকা পরিশোধ করে সিটিসেল। সে হিসাবে সিটিসেলের বকেয়া ২৩৩ কোটি টাকা।

কিন্তু ক্ষমতার গঠিত প্রতিনিধি দলের প্রতিনিধি দেখা যায়, সিটিসেলকে ১০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দের কথা বলা হয়েছে ৮.৮২ মেগাহার্জ। সে হিসাবে শহরের কাছে সবশেষ মোট পরিমান ১২৮ কোটি টাকা। সেখানেও আপত্তি রয়েছে সিটিসেল কর্তৃপক্ষের।

সিটিসেল আমার, তৎকালীন রাজনীতি এই অযৌক্তিক সিদ্ধান্তে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি সম্মুর্খীন কোম্পানি হয়েছে। আরও ব্রান্ডের ক্ষুন্ন্ন্ন স্থান শহর সুসেল পরিবারের সাথে যুক্ত পাঁচটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ তারিখ বন্ধ কার্যক্রম প্রায় ২ হাজার কোটি বছর রাজস্ব আয় সম্ভব হয়নি। টানা সরকার প্রায় ৪৩০ কোটি টাকা কর এবং ফি থেকে বঞ্চিত হয়েছে।

মধ্যবর্তী সিটিসেলের আবেদনের পর্যালোচনা করা আইনানুযায়ী বলতে হবে বিটিআরসির এই কর্মকর্তা। চড়াই-উতরাই পেয়ারে আবার সাশ্রয়ী মূলে কথা বলার সুযোগ দিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ফেরার প্রত্যয় সিটিসেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71