1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উপদেষ্টা পরিষদের ২৭তম বৈঠক ৬ মে ২০২৫ অনুমোদিত বিষয়বলি | টাইমস নিউজ ৭১
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা ‘অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে’- গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সচিবালয় ও যমুনার সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার – পার্বত্য উপদেষ্টা পাকিস্তানের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ভারত বাগেরহাটে নবনির্মিত পর্যটন মোটেল এন্ড অ্যান্ড ইয়ুথ ইন এর উদ্বোধন আওয়ামীলীগ নিষিদ্ধের সমাবেশে ওয়াসার পানি আর ডিএনসিসির শীতল স্প্রে অন্তর্বর্তী সরকার আদৌ দায়িত্ব পালন করতে পারছে কি না, তা নিয়ে জনগণের মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে — তারেক জিয়া সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

উপদেষ্টা পরিষদের ২৭তম বৈঠক ৬ মে ২০২৫ অনুমোদিত বিষয়বলি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বিষয়-১: ‘প্রত্নসম্পদ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।

উদ্যোক্তা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

খসড়া অধ্যাদেশটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পুনরায় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে।

বিষয়-২: বাংলাদেশ ও জর্ডান-এর মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চুক্তির খসড়া অনুমোদন।

উদ্যোক্তা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ ও জর্ডানের মধ্যে সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ; সভা, সেমিনার ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে উভয় দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি; সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে দুই দেশের গ্রন্থাগার এবং সংরক্ষণাগারসমূহে পারস্পরিক প্রবেশাধিকার উৎসাহিতকরণ; দুই দেশের মধ্যে সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে তথ্য, সাহিত্য, পদ্ধতিগত এবং পরিসংখ্যানগত গবেষণা এবং সাময়িক প্রকাশনা বিনিময়কে উৎসাহিতকরণ; দুই দেশের মধ্যে শৈল্পিক ঐতিহ্য এবং পান্ডুলিপির নিয়ন্ত্রণ, আইনি সুরক্ষা, রক্ষণাবেক্ষণ এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে সহযোগিতা জোরদারকরণ- এর উদ্দেশ্যে প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চুক্তির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ইতোমধ্যে ভেটিং করেছে। উপদেষ্টা পরিষদ-বৈঠক ভেটিংকৃত উক্ত চুক্তির খসড়া অনুমোদন করেছে।

বিষয়-৩: বাংলাদেশ ও পেরুর মধ্যে স্বাক্ষরিতব্য ‘Agreement between The Republic of Peru and The Government of the People’s Republic of Bangladesh on the waiver of visa requirements for the holders of diplomatic, special and service/official passports’ শীর্ষক খসড়া চুক্তি অনুমোদন।

উদ্যোক্তা: সুরক্ষা সেবা বিভাগ।

বাংলাদেশ ও পেরুর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রম বাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ককে জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক বাংলাদেশ ও পেরুর মধ্যে কূটনৈতিক, স্পেশাল এবং সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীগণের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, যা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক ভেটিং করা হয়েছে, তা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

বিষয়-৪: ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন।

উদ্যোক্তা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বিষয়-৫: ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।

উদ্যোক্তা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া বিস্তারিত পর্যালোচনাপূর্বক পুনরায় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে।

বিষয়-৬: ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।

উদ্যোক্তা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বিষয়-৭: ‘জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন।

উদ্যোক্তা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত অগ্রগতির মূল চালক ও পরিবর্তনের ধারক (Change agent) হিসেবে তারুণ্যের শক্তিকে ক্ষমতায়িতকরণ; সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সৃজনশীল ও উদ্যমী যুবদের অংশগ্রহণকে উৎসাহিত ও নিশ্চিত করার মাধ্যমে সুশাসন ও সামাজিক উন্নয়নে যুবদের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ; যুব উদ্যোক্তাদের কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি এবং বৈশ্বিক শ্রম বাজারের চাহিদার সঙ্গে তাদের দক্ষতার সমন্বয় করতে বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এরূপ প্রশিক্ষণ প্রদান; যুব উদ্ভাবকদের উদ্ভাবন পরবর্তী উদ্যোক্তা হওয়ার বিষয়ে বিদ্যমান সুবিধা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গবেষণা পরিচালনা করা এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি; যুব উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয়ের জন্য ‘যুব শপ স্থাপন’, বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মেলার আয়োজন এবং এসব মেলায় যুব উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে প্রণীত ‘জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’ উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

বিষয়-৮: ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।

উদ্যোক্তা: লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বিষয়-৯: ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন।

উদ্যোক্তা: বিদ্যুৎ বিভাগ।

দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিকাশ সাধন, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, গ্রিডে Variable Renewable Energy অন্তর্ভুক্তির স্বার্থে প্রয়োজনে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যবহার, বিদ্যুতের প্রতিযোগিতামূলক ক্রয়-বিক্রয় এবং বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে বিভিন্ন বিনিয়োগ সুবিধা ও আর্থিক প্রণোদনা; ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ২০ ভাগ এবং ২০৪০ সালের মধ্যে শতকরা ৩০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎস হইতে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রণীত ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

বিষয়-১০: চট্টগ্রামের বাঁশখালিতে সরকারি, বেসরকারি অংশীদারিত্বে Bangladesh Energy Port Limited (BEPL) নামক কোম্পানি গঠনের বিষয়ে গঠিত কমিটিসহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল।

উদ্যোক্তা: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

কক্সবাজারের মহেশখালিতে দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপিত হওয়ায় এবং নূতন আরও একটি FSRU স্থাপন ও মাতাবাড়িতে একটি Land Based LNG Terminal স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন থাকায় চট্টগ্রামের বাঁশখালিতে BEXIMCO-TUMAS Group কর্তৃক ‘বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড’ নামক কোম্পানি গঠনের আবশ্যকতা নেই। এর পরিপ্রেক্ষিতে, চট্টগ্রামের বাঁশখালিতে BEXIMCO-TUMAS Group কর্তৃক ‘বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড’ নামক কোম্পানি গঠন বাতিলের প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

বিষয়-১১: দেশে উৎপাদিত আঁশ তুলা (Raw Cotton)-কে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন।

উদ্যোক্তা: কৃষি মন্ত্রণালয়।

দেশে উৎপাদিত আঁশ তুলা (Raw Cotton)-কে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

সম্পূরক বিষয়-১: Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন।

উদ্যোক্তা: আইন ও বিচার বিভাগ

গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ-বৈঠকে নীতিগত অনুমোদনকৃত খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক ভেটিং করা হয়েছে। ভেটিংকৃত খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন করেছে।

সম্পূরক বিষয়-২: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১১-১২ জুন ২০২৫ তারিখ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং ১৭ মে ২০২৫ ও ২৪ মে ২০২৫ তারিখ সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন।

উদ্যোক্তা: জনপ্রশাসন মন্ত্রণালয়

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১১-১২ জুন ২০২৫ তারিখ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং ১৭ মে ২০২৫ ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71