1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফৌজদারী মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলে কার্যক্রম তত্ত্বাবধান লক্ষ্যে জেলা ও মহানগর কমিটি গঠন | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের ভাবমূর্তি ধরে রাখতে এক্ষেত্রে নীতি নৈতিকতা ও সততার সাথে কাজ করতে হবে। —- সিনিয়র সচিব এএস এম সালেহ আহমেদ রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরুরী শারমীন এস মুরশিদ। ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি — পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু —- অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস গবাদিপশুর তালিকায় মহিষকে যথাযথভাবে স্থান দেওয়া হয়নি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের নিজস্ব আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান

ফৌজদারী মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলে কার্যক্রম তত্ত্বাবধান লক্ষ্যে জেলা ও মহানগর কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

ফৌজদারী বিচার ব্যবস্থাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি Code of Criminal Procedure, 1898 ধারা 173A সংযোজন করা হয়েছে। এতে হয়রানিমূলকভাবে কারো নাম কোনো মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হলে, তদন্ত কর্মকর্তা কর্তৃক অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের বিধান রাখা হয়েছে। উক্ত অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করার লক্ষ্যে জেলা, মেট্রোপলিটন এলাকা এবং মন্ত্রণালয় পর্যায়ে তিনটি কমিটি গঠন এবং সেগুলোর কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম এন্ড অপস্‌) সদস্য সচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মেট্রোপলিটন এলাকার পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আহ্বায়ক এবং পুলিশ সুপার পদমর্যাদার একজনকে সদস্য সচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয় পর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব পদমর্যাদার এক জনকে সদস্য সচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জেলা ও মেট্রোপলিটন এলাকা পর্যায়ের কমিটির কার্যপরিধি: জুলাই-আগস্ট, ২০২৪ এ সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে দায়েরকৃত মামলার তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা; Code of Criminal Procedure, 1898-এ ধারা 173A সংযোজনের পর পুলিশ কমিশনার বা পুলিশ সুপার কর্তৃক সারাদেশে কতটি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ হয়েছে এবং কতটি মামলায় অনুরূপ প্রতিবেদন দাখিল করা হয়েছে এর তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা; Code of Criminal Procedure, 1898-এর ধারা 173A-এর অধীন অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদানের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কর্তৃক প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা; তদন্ত কর্মকর্তা কর্তৃক কতটি অভিযোগের অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেছে এবং তার ভিত্তিতে কতজনকে অব্যাহতি প্রদান করা হয়েছে তার পরিসংখ্যান সংগ্রহ করা; এবং কমিটি প্রতিমাসে পাক্ষিকভাবে/দুইবার উল্লিখিত তথ্যাদিসহ মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির নিকট প্রতিবেদন দাখিল করবে।

মন্ত্রণালয় পর্যয়ের কমিটির কার্যপরিধি: জুলাই-আগস্ট, ২০২৪ এ সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশে দায়েরকৃত মামলার বিষয়ে জেলা কমিটি কর্তৃক প্রেরিত প্রতিবেদন পর্যালোচনা; Code of Criminal Procedure, 1898-এর ধারা 173A এর অধীন অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদানের ক্ষেত্রে পুলিশ কমিশনার বা পুলিশ সুপারগণ কর্তৃক প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা এবং Code of Criminal Procedure, 1898-এর ধারা 173A এর অধীন অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং উক্ত বিষয়ে জেলা কমিটির কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার সহকারী সচিব স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। এতে আরো উল্লেখ করা হয় এ পরিপত্র জারীর পর জননিরাপত্তা বিভাগের ০৮/১২/২০২৪ ও ১৩/০৫/২০২৫ তারিখের এ সম্পর্কিত পরিপত্র বাতিল বলে গণ্য হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71