সজীব মোল্লা, স্টাফ রিপোর্টার
ফরিদপুরে মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু ।
৩ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের মোড়ারদিয়া গ্রামের প্রবাসি মোঃ নজরুল ইসলাম খানের একমাত্র পুত্র সাইমুন খান (৮) সবার অজান্তে বাড়ীর পাশে গর্তে(খাদে) সদ্য বৃষ্টিতে জমা পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১টার দিকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অন্তরা ঘোষ চৈতি শিশুটিকে পরীক্ষানিরিক্ষা করে মৃত গোষনা করেন।