1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না -- রিফাত রশিদ | টাইমস নিউজ ৭১
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিগগিরই তুরাগ নদী দখল ও দূষণমুক্তকরণের কার্যক্রম শুরু হবে — পানি সম্পদ উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানালেন বিশেষ সহকারী এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না — রিফাত রশিদ নিজ স্বার্থে জুলাইকে ধ্বংস করেছেন, প্রত্যেককেই জুলাইয়ের হিসেব দিতে হবে : হান্নান মাসউদ বিএএল, নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে — আসিফ মাহমুদ পদত্যাগের গুঞ্জন শুনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম অবিলম্বে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির আগের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ : উপদেষ্টা মাহফুজ কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দিবে সরকার – বাণিজ্য উপদেষ্টা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে : ইশরাক

এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না — রিফাত রশিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশকে কেউ তার আইডিয়া বাস্তবায়নের গিনিপিগ বানাতে চাইলে চুপ থাকবেন না বলে জানিয়েছেন এনসিপির নেতা রিফাত রশিদ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

রিফাত বলেন, ‘সরকারের যে উপদেষ্টারা রিফর্মের বাইরে শো-অফ মার্কা কাজকর্ম করে বেড়াচ্ছেন তাদের আটকান, সবাই সংস্কারে ফোকাস করেন। ইলেকশন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেন, স্পষ্ট বক্তব্য দেন।’

তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টা হয়ে ফেসবুক বাদ দিয়ে দাপ্তরিক কাজে ফোকাস করেন। আমরা দ্রুততম সময়ে সংস্কারগুলোর বাস্তবায়ন দেখতে চাই। জুলাইয়ের কমিটমেন্ট নিয়ে আর কারো ফাজলামো দেখতে চাই না।’

রিফাত রশিদ আরো বলেন, ‘বাংলাদেশকে কেউ যদি তার আইডিয়া বাস্তবায়নের গিনিপিগ বানাতে চায় তাহলে আর চুপ থাকব না।

এনাফ ইটস এনাফ। আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71