টাইমস নিউজ৭১
আমিনুর রহমান
নবাবগঞ্জ প্রতিনিধি।
ঢাকার নবাবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের দূর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ চালকের অসাবধানতা, অমনোযোগী, সাউন্ড সিস্টেম উচ্চ শব্দে গান শুনে গাড়ী চালানো। যেখানে সেখানে গাড়ী পার্কিং, আঞ্চলিক মহাসড়কে হঠাৎ করে গাড়ী উল্টো পথে ঘুরিয়ে চালানো। তেমনি ভাবে চাকায় গলার ওড়না পেঁচিয়ে শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রুহি আক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজ থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহি আক্তার (১৯) উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শোল্লা কলেজ থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলেন রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় কিছু জানায়নি।