নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিকে কর্মরত চীফ ইনেস্ট্রাকটর ইন্জিনিয়ার শামসুল আলম (রিয়েল) সরকারি চাকরিরত অবস্থায় আমিন জুয়েলার্স-৬ (যমুনা ফিউচার পার্ক) শাখায় COO হিসাবে গোল্ড ব্যবসা পরিচালনা করছেন। যা চাকরি বিধির পরিপন্থী।
অনুসন্ধানে জানা যায় বাংলাদেশের সর্ববৃহৎ জুয়েলারি প্রতিষ্ঠান coo হিসাবে থাকার কারণে প্রভাব খাটিয়ে তিনি কলেজে নিয়মিত ক্লাস করেন না, প্রায় প্রতিদিনই তাকে আমিন জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক শাখায় গোল্ড ব্যবসা পরিচালনা করতে দেখা যায়।
অনুসন্ধানে আরো জানা যায় ২২/৪/২০২২শে তিনি তেজগাঁও ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য এই মর্মে প্রত্যায়ন পত্রের মাধ্যমে চাকুরীতে প্রমোশন গ্রহণ করেন।
অনুসন্ধানে উঠে আসে শামসুল আলম তিনি পতিত আওয়ামী লীগের দলিও প্রভাব খাটিয়ে আমিন জুয়েলার্সের coo হিসাবে সরকারি ভ্যাট ফাঁকি দিয়েছেন অভিযোগ রয়েছে। সরকারি কর্মকর্তার পরিচয় দিয়েই এ কাজটি করা তার জন্য সহজ হয়েছে ধারণা করা যায়।
ভ্যাট কি ভাবে ফাঁকি দিচ্ছে এবং কিভাবে গোল্ড ব্যবসায় জড়িত হলেন তার অনুসন্ধান চলমান রয়েছে!