টাইমসনিউজ ডেস্ক:
বসুন্ধরা গ্রুপ সবার অবগতির জন্য একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। গ্রুপের যেকোনো প্রকল্পের এলোটি থেকে প্লট, ফ্ল্যাট বা দোকান ক্রয়ের আগে গ্রাহকদের অবশ্যই বসুন্ধরা কর্তৃপক্ষের অনাপত্তিপত্র নিতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সতর্কবার্তায় বসুন্ধরা গ্রুপ স্পষ্টভাবে জানিয়েছে, অনাপত্তিপত্র ছাড়া কোনো প্লট, ফ্ল্যাট বা দোকান ক্রয়-বিক্রয় করলে বসুন্ধরা কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না।
এছাড়া যেকোনো বিষয় জানতে বসুন্ধরা গ্রুপের করপোরেট অফিস এবিজি টাওয়ার, প্লট নম্বর: ৪৪০-৪৪২, ব্লক-এ, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ এ যোগাযোগ করতে বলা হয়েছে।
জরুরি নম্বর +৮৮০৯৬১১৮০০০০৪।